• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ৯, ২০১৯, ০৯:৪৮ এএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০১৯, ০৯:৪৮ এএম

ওয়ার্নারের শটে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে বোলার

ওয়ার্নারের শটে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে বোলার
ডেভিড ওয়ার্নারের করা শটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন নেট বোলার।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নেট অনুশীলনে এক চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের করা শটে মাথায় গুরুতর আঘাত পাওয়া এক নেট বোলারকে হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (৮ জুন) নেট অনুশীলনে ডেভিড ওয়ার্নারের বিপক্ষে বল করছিলেন জয়কিষাণ পালহা নামের এক পেসার। এক পর্যায়ে ওয়ার্নারের নেয়া ড্রাইভে বল সরাসরি বোলারের মাথায় আঘাত করে। এ সময় বোলার মাটিতে লুটিয়ে পড়লে সবাই তার দিকে ছুটে যায়। পরে জয়কিষাণ পালহাকে হাসপাতালে নেয়া হয়।

ঘটনার পর ওয়ার্নার ভেঙে পড়েছেন বলে জানিয়ে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ছেলেটা (জয়কিষাণ) মাথায় বল ভালোই আঘাত হেনেছিল। এটা দেখাটা খুব মর্মান্তিক ছিল। আশা করি দ্রুতই সে সেরে উঠবে। স্বাভাবিকভাবেই এ ঘটনায় ওয়ার্নার মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে।

আরআইএস