
সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করেছে সবচেয়ে বেশি আয় করা ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের নাম। সে তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এবার এক নম্বর জায়গা দখল করেছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি।
তালিকার দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। রোনালদোর পর মেসিই একমাত্র ফুটবলার, যিনি ফোর্বসের এই তালিকার শীর্ষে স্থান পেলেন। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে বেশী আয় করা ক্রীড়া ব্যক্তিত্বের খেতাব জিতেছিলেন রোনালদো।
রিপোর্ট অনুযায়ী লিওনেল মেসির বাৎসরিক আয় ১২৭ মিলিয়ন মার্কিন ডলার, যার ৯২ মিলিয়নই আসে আর্জেন্টিনা দল ও ক্লাব বার্সেলোনার বেতন থেকে। বাকি ৩৫ মিলিয়ন ডলার মেসি আয় করেন বিভিন্ন পণ্যের স্পন্সরশিপ থেকে। অন্যদিকে এ বছর রোনালদো ও নেইমারের আয় যথাক্রমে ১০৯ ও ১০৫ মিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বসের ১০০ জনের এই তালিকার ৬২ জন ক্রীড়া ব্যক্তিত্বই যুক্তরাষ্ট্রের নাগরিক। ৩৫ জন এনবিএ খেলোয়াড় নিয়ে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন বাস্কেটবল খেলোয়াড়রা।
এমএইচএস