নটিংহ্যামের টেন্ট ব্রিজে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ডের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি যথাসময়ে শুরু হচ্ছে না।
টেন্ট ব্রিজে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও পিচ ও আউটফিল্ড খেলার উপযুক্ত হতে আরও সময় লাগবে। সাড়ে তিনটায় ম্যাচ অফিশিয়ালদের মাঠ পর্যবেক্ষণের কথা থাকলেও সময় বাড়িয়ে তা বিকেল ৪টায় নেয়া হয়েছে ।
দুই দলের জন্যই আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ জয় প্রমাণ দিয়েছে ভারতের শক্তিমত্তা। মিলেছে অনেক প্রশ্নের উত্তরও। নতুন বলে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা জুটি জাসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। হার্দিক পান্ডিয়া দেখিয়ে যাচ্ছেন তার অলরাউন্ড নৈপুণ্য। ফর্মে আছেন অধিনায়ক বিরাট কোহলি ও তার ডেপুটি রোহিত শর্মাও। ছন্দ আছেন স্পিন জুটি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
নিউজিল্যান্ডের বিশ্বকাপে বড় প্রাপ্তি, মার্টিন গাপটিল ও রস টেলরের রানে ফেরা। সুইংয়ে পাল্লা দিতে প্রস্তুত লুকি ফার্গুসন-ট্রেন্ট বোল্ট-টিম সাউদি জুটি। ব্যাটে-বলে সমান ফর্মে অলরাউন্ডার জেমি নিশাম।
এমএইচএস