আর মাত্র একদিনের অপেক্ষা- এরপরই ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত 'কোপা আমেরিকা'র ৪৬তম আসর। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে আয়োজক কমিটির মাথায় হাত। ধীর গতিতে টিকেট বিক্রি হওয়ার কারণে চিন্তিত তারা।
যদিও সবগুলো ম্যাচের জন্য নয়। মোট দুটি ম্যাচে প্রত্যাশার চেয়ে অনেক কম টিকেট বিক্রি হচ্ছে। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, ২২ জুন বলিভিয়া-ভেনেজুয়েলা ম্যাচ এবং ২৪ জুন ইকুয়েডর-জাপান ম্যাচের টিকেট বিক্রির হার তাদের আশাহত করেছে।
ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিনেইরো স্টেডিয়ামে। জানা গেছে, ৬২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার টিকেট বিক্রি হয়েছে। যদিও আয়োজকরা টিকেট বিক্রির সংখ্যার সঠিক কোনো তথ্য জানাতে পারেনি।
এদিকে আগামী শনিবার সালভাদোরে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের সকল টিকেট বিক্রি ইতোমধ্যেই শেষ। এর আগে, আগামী ১৫ জুলাই ভোরে সাও পাওলোতে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকার আসর।
এসএইচএস