• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ১৪, ২০১৯, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০১৯, ০৩:৫৪ পিএম

জীবনের কালো অধ্যায়ে ফিরতে চান না তামিম

জীবনের কালো অধ্যায়ে ফিরতে চান না তামিম

চলতি বিশ্বকাপ ক্রিকেটে তিন ম্যাচে মাত্র ৫৯ রান করেছেন টাইগারদের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। নিজের চিরচেনা ছন্দে না থাকা তামিম তার ফর্মহীনতার জন্য নিজের একটি বাজে সিদ্ধান্তকে দায়ী করেছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, আমার মনে হয় আমি নিজেই নিজের উপর চাপ সৃষ্টি করছি। এটা আমি বাজে সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে আমার কিছু করার ছিল না। আন্দিলে ফেলুকায়োর দুর্দান্ত একটা বলে আউট হয়েছিলাম।

তিনি বলেন, যারা লেখাটি পড়বে তারা বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি। যারা আমার কাছের কেবল তারাই বুঝতে পারবেন আমি কেমন বোধ করছি। মনে হচ্ছে আমি ২০১৫ বিশ্বকাপে ফিরে গেছি। কারণ আমি তখন অনেক ভুগেছি, আমার স্ত্রী ও পরিবারও তার জন্য ভোগান্তিতে পড়েছিল। সেটা আমার জীবনের কালো অধ্যায় ছিল। 

তামিম যোগ করেন, আমি আবারো বিশ্বকাপ খেলছি। আমি চাই না আমি এবং আমার পরিবার আবার সেই পরিস্থিতির মধ্যে পড়ুক। সেই দিনগুলোতে আমি আর ফিরে যেতে চাই না। বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। 

নিজের বর্তমান বাজে ফর্মের সঙ্গে অনুশীলনের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি আরও বলেন, পরের খেলা দুই খেলায় আমার শট নির্বাচনে ত্রুটি ছিল তা মানছি। তবে আমার ওই দুটো ইনিংস যদি আবার দেখেন তাহলে দেখবেন যে, গোটা ইনিংসে আউট হওয়ার বলটি ছাড়া আর কোনো ভুল করিনি।

টাইগারদের দেশসেরা এই ব্যাটসম্যান নিজের করা ভুলগুলো নিয়ে বলেন, ক্রিকেট খেলায় এগুলো মেনে নিতেই হবে। এই ভুলগুলোর থেকেই আমি শিক্ষা নিচ্ছি, যাতে পরের খেলাগুলোয় বড় রান করতে পারি। বিশ্বের সবচেয়ে ধারালো কিছু বোলিংয়ের বিরুদ্ধে আমার বড় স্কোর আছে, তাই আবার না করতে পারার কোনো কারণ নেই। কিন্তু আমরা যেমন চাই, জীবন তো সবসময় সেই পথে চলে না।

তিনি আরও বলেন, ক্রিকেটার হিসেবে এগিয়ে যেতে হলে আগে কী করেছি সেটা তো পুরোপুরি ভুলে যাওয়াও চলে না। ভুলগুলো ঠিক করার সর্বাত্মক চেষ্টা করছি, দেখা যাক পরের ম্যাচগুলোয় কী হয়।

নিজের উপর থেকে চাপ সরিয়ে নিতেও এখন তৎপর তামিম। চাপ কমাতে কী করছেন তা জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকের দূরে থাকছি। সেখানে যা নিয়ে আলোচনা হয় সেই বিষয়গুলো আমার পরিবার জানলেও তা আমাকে জানতে দেয় না। যারা নেতিবাচক কথা মাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তাদের কাছে আমার কথা হলো- আপনারা একবার চোখ বন্ধ করে কয়েক মিনিটের জন্য উপলব্ধি করুন খেলোয়াড়গুলো ১০-১২ বছর ধরে দেশের জন্য খেলে যাচ্ছে। তারা সবাই বাংলাদেশের জন্য লড়াই করছে।   

আরআইএস