• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০৭:৫১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০১৯, ০৭:৫১ পিএম

চেলসি ছেড়ে জুভেন্টাসে সারি 

চেলসি ছেড়ে জুভেন্টাসে সারি 

মৌসুমে শেষ হওয়ার আগেই জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি ঘোষণা দিয়েছিলেন, দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি। তুরিনের বুড়িদের হয়ে ইতি টানবেন ৫ বছরের কোচিং ক্যারিয়ারের। মৌসুমে শুধুমাত্র লীগ শিরোপা ছাড়া ক্লাবকে আর কোনো সফলতা এনে দিতে না পারাই এই সিদ্ধান্ত নেন অ্যালেগ্রি। 

এরপর থেকেই হন্যে হয়ে নতুন কোচ খোঁজা শুরু করে জুভেন্টাস। অবশেষে অ্যালেগ্রির বিকল্প পেয়ে গেল ইতালির ক্লাবটি। চেলসির কোচ মাউরোজিও সারিকে দলের নতুন কোচ হিসেবে চূড়ান্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্রাক-মৌসুম শুরু হওয়ার আগেই জুভেন্টাসের দায়িত্ব বুঝে নেবেন এই ইতালিয়ান ।

উল্লেখ্য, গত মৌসুমে ইংলিশ জায়ান্ট চেলসির কোচ হিসেবে দায়িত্ব পান সারি। আগে নাপোলিকে কোচিং করানো ৬০ বছর বয়সী এই কোচ চেলসিকে সাফল্য বলতে এনে দিতে পেরেছেন শুধুমাত্র ইউরোপা লীগের শিরোপা। 

এর মধ্যে, দলের সেরা তারকা এডেন হ্যাজার্ড ও স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সারির ক্লাব ছাড়ার ঘোষণা আসতে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। 

এসএইচএস