• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০৩:৩১ পিএম

‘সমালোচনা করুন, কিন্তু আমাদের অপমান করবেন না‍‍’

‘সমালোচনা করুন, কিন্তু আমাদের অপমান করবেন না‍‍’

ভারতের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে সাতবারের চেষ্টাতেও জিততে পারেনি পাকিস্তান। জয় তো অনেক দূরের কথা, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝও ইদানিং ভারত-পাকিস্তান ম্যাচে অনুপস্থিত। এজন্য পাকিস্তান ক্রিকেটের ভক্তরা যারপরানই হতাশ। 

গত এক সপ্তাহ পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের কেটেছে দুঃস্বপ্নের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ট্রল আর মেমের শিকার হওয়াটা এখন যেন তাদের জন্য ডালভাত! কিন্তু সামনাসামনিও তাদের কম অপমানের মুখোমুখি হতে হচ্ছে না। 

সেদিন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে তার বাচ্চার সামনে এক উত্তেজিত ভক্ত তার মুখে আঘাত করেছেন। শুধু তাই নয়, এ ঘটনার ভিডিও করে নিয়েছেন সেই ব্যক্তি। পরে যদিও ওই ভক্ত এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, তবে তার কণ্ঠে সরফরাজকে আঘাত করার জন্য কোনো অনুশোচনা মেলেনি। বরং ক্ষমাপ্রার্থনায় তিনি ভিডিও করা উচিত হয়নি বলে বারবার উল্লেখ করেছেন। তার মানে দাঁড়ায়, পাকিস্তান অধিনায়ককে 'মন' থেকেই আঘাত করেছেন ওই ভক্ত। 

অন্য দুই পাকিস্তানি ক্রিকেটারও শপিংয়ে গিয়ে ভক্তদের আক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানি ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও এখন ভয়ে বাইরে বেরোতে পারছেন না। রাতের খাবারটাও হোটেলের সারতে হচ্ছে তাদের। এমনকি সমালোচনা থেকে বাদ দেয়া হচ্ছে না সাবেক ক্রিকেটারদেরও। 

ভারতের বিপক্ষে ম্যাচে হাই তোলা নিয়ে এভাবেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন সরফরাজ

ভারতের বিপক্ষে ম্যাচে সরফরাজ আহমেদের হাই তোলা নিয়েও কথা হয়েছে অনেক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ লর্ডসে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে তাকে দেখেই বোঝা গিয়েছে কতটা চাপেই না আছেন তিনি! পাকিস্তান অধিনায়ক স্বীকার করে নিলেন সবকিছু; বললেন, গত একটা সপ্তাহ বেশ 'কঠিন' গিয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের পর তারা দুইদিন বিশ্রাম নিয়ে একাধারে অনুশীলন করে গেছেন। 

এর মধ্যে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজও ভক্তদের 'শান্ত' থাকার উপদেশ দিয়েছেন। কাল লর্ডসে অধিনায়ক সরফরাজ বলেছেন, 'সামিজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার আমাদের হাতে নয়। তাদের ব্যপ্তি বেশ বড়, আপনি ইচ্ছা করলেই তাদের থামাতে পারবেন না। এর আগেও অনেকবার অনেক দল হেরেছে, কিন্তু এবার সোশ্যাল মিডিয়াকে কোনোক্রমেই থামানো যাচ্ছে না। মানুষ যা ভাবছে তাই লিখে দিচ্ছে। এটা আমাদের অনেক বেশি আঘাত করছে। খেলোয়াড়রাও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন।' 

সরফরাজ আরও বলেন, 'আমাদের খেলার সমালোচনা করুন, তাতে সমস্যা নেই। কিন্তু আমাদের অপমান করবেন না। আমাদের পরিবারও এক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন। কেউ মার খেতে থাকলে তাকে এসে ধাক্কা দেয়া একেবারেই সমীচীন নয়। আমাদের ভক্তরা খুব আবেগী। আমরা যখন জয় পাই, তখন এরাই আমাদের উপরে তুলে ধরে। আর পরাজিত হলে ছুঁড়ে ফেলে দেয়। আমরা এটা আরও বেশি করে অনুভব করি কারণ আমরা পাকিস্তানের জন্য খেলছি। 

এমএইচএস