
কালঘাম ছুটে যাওয়ার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও স্বস্তি পেলেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১ ধারা ভেঙে শাস্তির মুখে পড়েছেন তিনি। মাঠে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের জন্য কোহলির ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে রেখেছে আইসিসি।
গতকাল শনিবার (২২ জুন) সাউদাম্পটনে ম্যাচের ২৯তম ওভারে জাসপ্রীত বুমরাহের বলে লেফ বিফোরের ফাঁদে পা দেন রহমত শাহ। তবে আম্পায়ার আলিম দার ভারতের আবেদনে সারা দেয়নি। সে কারণে রিভিউ নেন ভারত অধিনায়ক কোহলি। আউট-ই হয়ে যেতেন রহমত শাহ। কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত আফগানিস্তানের পক্ষে থাকায় বেঁচে যান রহমত। এরপরেই আলিম দারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কোহলি।
শাস্তি মাথা পেয়ে নিয়েছেন কোহলিও। তবে নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ভারতীয় কাপ্তানের। যা ২০১৬ সালের সেপ্টেম্বরে সংশোধিত কোড দেয়ার পর দ্বিতীয়বার পেলেন কোহলি। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে টেস্ট সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট পান বিশ্বসেরা এই ব্যাটসম্যান।
২০২০ এর জানুয়ারির আগে আর দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে, একটি টেস্ট ম্যাচ কিংবা দুটি ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ভারতের অধিনায়ক।
এসএইচএস