
তাহলে কি সান্টিয়াগো বার্নাব্যু ছেড়ে ইংল্যান্ডকেই নিজের পরবর্তী ঠিকানা বানাচ্ছেন ইসকো? সাম্প্রতিক খবর কিন্তু তাই বলছে। রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্প্যানিশ মিডফিল্ডারের পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা, খবর মার্কার।
ইসকোকে নিজের অধীনে আনতে এই মুহূর্তে বেশ 'সিরিয়াস' ম্যানচেস্টার সিটির কোচ। ইতোমধ্যেই গার্দিওলার দীর্ঘদিনের শিষ্য দাভিদ সিলভা ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন। এক স্প্যানিয়ার্ডকে হারিয়ে তাই আরেক স্প্যানিয়ার্ডকে দলে আনতে বদ্ধপরিকর এই মাস্টারমাইন্ড।
ম্যানসিটিতে ইসকোর অন্তর্ভুক্তি খোলা চোখে দেখলে একদমই 'পারফেক্ট' মনে হচ্ছে। এরই মধ্যে চড়া মূল্যে বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে দলে এনেছে গ্যালাক্টিকোসরা। হ্যাজার্ডের অন্তর্ভুক্তিতে দলে ইসকোর জায়গাটা ঠুনকো হয়েই গেছে বলা যায়। রিয়াল বস জিনেদিন জিদান তাই এই নাম্বার টুয়েন্টি টুকে খেলানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। এবারের ট্রান্সফার মৌসুমে ইতোমধ্যেই দেদার খরচ করে ফেলেছে মাদ্রিদ, সেক্ষেত্রে ইসকোকে বেঁচে দিয়ে সেই খরচটা কিছুটা পোষানোর কথা ভাববে তারা।
যদিও জিদান ইতোমধ্যেই ইসকোকে ডেকে বুঝিয়েছেন, হ্যাজার্ড এলেও ইসকোর জন্য জিদানের স্কোয়াডে জায়গা ঠিকই থাকবে। তবে রিয়াল কর্তৃপক্ষ তার জন্য দরজা খুলেই রেখেছে, বড় কোনো অফার পেলে তারা ফিরিয়ে দিতে নারাজ। ইসকোর জন্য ৮০ মিলিয়ন ইউরোর আশেপাশে দাম চাইছে রিয়াল মাদ্রিদ।
এবারের ট্রান্সফার সিজনে ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এ পর্যন্ত শুধু কলম্বাস ক্রু ক্লাব থেকে জ্যাক স্টেফানকেই দলে এনেছে। তবে আগামী চ্যাম্পিয়নস লীগের চ্যালেঞ্জ নিতে স্কোয়াডে আরও গভীরতা চাইছেন গার্দিওলা। টাকা-পয়সার ব্যাপারেও তেমন ভাবছে না কাতারি মালিকানাধীন ক্লাবটি। ইংলিশ শ্রেষ্ঠত্ব নিয়ে আর সন্তুষ্ট থাকতে চাইছে না তারা। এবার তাই সিটিজেনদের চোখ চ্যাম্পিয়নস লীগের শিরোপায়।
এমএইচএস