• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ২৮, ২০১৯, ০১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০১৯, ০১:৪০ পিএম

আশার আলো দেখছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর 

আশার আলো দেখছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর 

দেশের মাটিতে সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বিসিবি, এ খবর নিশ্চিত হয়েছে গত পরশুই। এরপর শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার কারণে ঝুলতে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়েও কাটতে চলেছে অনিশ্চয়তার মেঘ। 

গেল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার বেশ কয়েকটি হোটেল ও গির্জায় সন্ত্রাসী হামলার ঘটনায় মারা যায় প্রায় অর্ধসহস্র মানুষ। সে কারণে নিরাপত্তা ইস্যুতে দেশটিতে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট দলের সফরও পড়ে গেছে শঙ্কার মুখে। এ শঙ্কা কাটাতে বিভিন্ন স্তরের নিরাপত্তার আশ্বাস দিচ্ছে দেশটি। চলতি বছরের শেষদিকে লঙ্কানদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) চাইছে বিশ্বকাপের পরপরই দ্বিপক্ষীয় সিরিজটি আয়োজন করতে। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটি সফলভাবে আয়োজন করে ক্রিকেট বিশ্বকে ইতিবাচক বার্তা দিতে চাইছে লঙ্কানরা। 

ইতোমধ্যেই বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থার একটি দল দেশটির বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তাদের দেয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। জুলাইতেই শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজটি হওয়ার ব্যাপারে আশাবাদী এসএলসি। 

এবছরই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান টাইগাররা। সেকারণেই নিরাপত্তা ইস্যুতে আর কোনো ছাড় না দেবার কথা ভাবছে বিসিবি। শুরুতে তাই শ্রীলঙ্কা সফরে যেতে প্রবল আপত্তি ছিল বোর্ডের। তবে এসএলসির প্রচণ্ড আগ্রহ ও বছরের শেষে বাংলাদেশ প্রিমিয়ার লীগের কথা মাথায় রেখে নিজেদের সিদ্ধান্ত আবার পরখ করে দেখতে চাইছে তারা।  

সে উদ্দেশ্যেই ২৬ জুন (বুধবার) বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থার ৪ সদস্যের একটি দল পরিস্থিত পর্যবেক্ষণে শ্রীলঙ্কা গমন করে। আগামীকাল বিসিবির সাথে সেই গোয়েন্দা দলের বৈঠকের পর নেয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। 
 
এমএইচএস 

আরও পড়ুন