• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০১৯, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০১৯, ০৪:০৫ পিএম

বিশ্বকাপের শেষ ইনিংস খেলে ফেললেন গেইল

বিশ্বকাপের শেষ ইনিংস খেলে ফেললেন গেইল
ক্রিস গেইল। ফাইল ফটো

বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এভিন লুইসের হয়ে ব্যাট করতে নেমেছিলেন ক্রিস গেইল। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ। লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাই বিশ্বকাপে এটাই ছিল ক্যারিবীয় ব্যাটিং দানবের ব্যাট হাতে শেষ ইনিংস।

তবে বিশ্বকাপে নিজের শেষ ইনিংসকে রাঙাতে পারেননি গেইল। ১৮ বলে ১ চারের মারে মাত্র ৭ রান করা গেইল প্যাভিলিয়নে ফিরেছেন দৌলত জাদরানের বলে ইকরাম আলী খিলের গ্লাভসে ধরা পড়ে। গেইলের আউটের মধ্য দিয়ে তাই শুধু তার ইনিংসই নয়, শেষ হলো বিশ্বকাপ ক্রিকেটের অমর এক অধ্যায়।

এদিকে, হেডিংলিতে আজ বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৩৫ রান করেছে।

আরআইএস 
 

আরও পড়ুন