সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেলেও ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে আজ মাশরাফী বিন মোর্ত্তজার শেষ বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে প্রস্তুত বাংলাদেশ দল।
শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে। বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া, অনলাইনে র্যাবিটহোলে খেলাটি দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন।
লর্ডসে আজ প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ খেলতে নামবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষের চেষ্টায় থাকবে স্টিভ রোডসের শিষ্যরা।
তবে ম্যাচের আগের দিন মুশফিকুর রহিম অনুশীলনে ব্যাটিং করার সময় ডান কনুইয়ে বলের আঘাত পাওয়ায় তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। একইসঙ্গে ডান পায়ের কাফ মাসলের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাই পাকিস্তানের বিপক্ষে দলের এই দুই স্তম্ভকে ছাড়া খেলতে নেমে জয় তুলে নেয়া সোজা হবে না।
টাইগারদের হেড কোচ স্টিভ রোডস ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখন পর্যন্ত মুশফিক ভালো আছে, ফিজিও ওকে নিয়ে কাজ করছে। সেমিফাইনালে স্বপ্ন ভঙ্গ হলেও শেষ ম্যাচে প্রভাব পড়বে না। লক্ষটা স্পষ্ট, পাকিস্তানের বিপক্ষে টানা ওয়ানডে জয়ের সংখ্যাটা পাঁচে নিতে চায় বাংলাদেশ।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে সাকিব আল হাসান গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন। মুশফিক-লিটনরাও ভালই ব্যাটিং করেছেন। তবে বোলাররা আর একটু দায়িত্ব নিলে অন্য রকম হতে পারতো টুর্নামেন্টটা। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কোচ স্টিভ রোডস। তবে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেতে মুখিয়েই থাকবে লাল-সবুজের দল।
অপরদিকে, এই বিশ্বকাপে শুরুটা খুব খারাপ হওয়া সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। এমনকি পরের দিকে তাদের খেলা দেখে অনেকেরই মনে পড়ছিল ১৯৯২'র কথা। কিন্তু ২৭ বছর আগের সেই স্বপ্নের প্রত্যাবর্তন এবার আর হচ্ছে না সরফরাজ আহমেদের দলের।
যাদের দিকে থাকবে আলাদা নজর
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) : অফ কাটারে পারদর্শী বাংলাদেশি এই পেসার ভারতের তারকা ব্যাটসম্যানদের যথেষ্ট ঝামেলায় ফেলেছিলেন আগের ম্যাচে। পাকিস্তানের ব্যাটসম্যানরাও কম মারকুটে নন। ফখর জামান, হারিস সোহেলদের, ইমাম উল হকদের কাবু করতে মুস্তাফিজ লর্ডসে বিশেষ কিছু করতে প্রস্তুত আছেন।
বাবর আজম (পাকিস্তান) : পাকিস্তানের এই তরুণ ব্যাটসম্যান তার বিস্ময়কর প্রতিভার জন্য নজর কেড়েছিলেন আগেই। এই বিশ্বকাপে আরও একবার নিজের জাত চেনালেন তিনি। হাতে সব রকমের শট তো আছেই, তাছাড়াও চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথা এবং পরিণত চিন্তার পরিচয়ও তিনি দিয়েছেন।
পিচ ও কন্ডিশন
লর্ডসে শুরুর দিকে সুইং বোলাররা সুবিধা পেতে পারেন। তবে তার জন্য কোনো দল আগে ব্যাট করার সিদ্ধান্ত থেকে সরবে না বলেই ধারণা করা হচ্ছে। আজ ম্যাচের সময় আকাশে ঝকঝকে রোদ থাকবে, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)/মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ/মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান : ইমামুল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক,উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ / মো. হাসানাইন , শাহিন শাহ আফ্রিদি।
আরআইএস