• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ১০:০২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ১০:০২ এএম

মাশরাফীকে নিয়ে সৃষ্টি হওয়া ২ রহস্য   

মাশরাফীকে নিয়ে সৃষ্টি হওয়া ২ রহস্য   
মাশরাফী বিন মোর্ত্তজা। ফাইল ফটো

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ লর্ডসে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে দিয়েই নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে ম্যাচের আগে তার বিষয়ে দুই ধরনের রহস্য সৃষ্টি হয়েছে।

ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের খেলোয়াড়রা অনুশীলন করলেও মাশরাফী করেননি। সামান্য সময়ের জন্য মাঠে আসলেও আকস্মিকভাবে উপস্থিত সাংবাদিকসহ সবার সামনে থেকে অদৃশ্য হয়ে যান! 

শুধু তাই নয়, পূর্ব নির্ধারিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফীর উপস্থিত থাকার কথা থাকলেও পরে তার পরিবর্তে আসেন কোচ স্টিভ রোডস। অন্যান্য সময় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক পরিচিত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত আড্ডায় মেতে থাকলেও কাল তিনি সবাইকেই এড়িয়ে চলেছেন।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাশরাফীর বিষয়ে কিছু জানানো না হলেও বাতাসে জোর গুঞ্জন উঠেছে আজ নাকি তিনি পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে না! কিন্তু কেন এমন গুঞ্জনের পালে বয়ে যাচ্ছে জোর হাওয়া?

হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই দল ও দেশের স্বার্থে বিশ্বকাপের ম্যাচগুলো খেলেছেন নড়াইল এক্সপ্রেস। স্বভাবতই ছিলেন না নিজের ছন্দে, উইকেট ঝুলিতে মাত্র একটি, আর তাতেই নিন্দুকেরা তুলছে কথার ঝড়। যেহেতু শেষ চারে খেলার আশা টাইগারদের শেষ হয়ে গেছে, তাই আজ তিনি নাকি থাবেন বিশ্রামে। এমনটি হলে বিশ্বকাপের শেষ ম্যাচ তিনি ভারতের বিপক্ষেই খেলে ফেলেছেন।

মুদ্রার উল্টো পিঠের গুঞ্জন হলো- মাশরাফী পাকিস্তানের বিপক্ষে ঠিকই মাঠে নামবেন এবং আজই নাকি তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন! এমন সন্দেহের কারণ- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম, পরিচালক এনায়েত হোসেন সিরাজ, আহমেদ সাজ্জাদুল আলম ববি, আকরাম খান, ইমসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভুইয়া, হানিফ ভুঁইয়া এ ম্যাচ দেখতে এখন লন্ডনে অবস্থান করছেন। সেমিতে খেলার আশা শেষ হয়ে যাওয়ার পরেও তাদের একসঙ্গে খেলা দেখতে যাওয়াটা মাশরাফীর অবসরের বিষয়টিকে সামনে রেখে তাকে সম্মান জানাতেই কি না, এমন কথাও চারপাশে উঠে গেছে।

যদিও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ স্টিভ রোডস বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি। বিশ্বকাপে মাশরাফীর শেষ ম্যাচ নিয়ে দলকে আবেগ নিয়ন্ত্রণ করে খেলার দিকেই তিনি গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেন, অবসর নিতে মাশরাফীর উপর কোনো চাপ নেই। ও আমাদের নেতা। তাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা সাজাচ্ছি। তবে যদি না খেলে ওকে ছাড়াই আমাদের এগিয়ে যেতে হবে।

আরআইএস