• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০২:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০২:৫১ পিএম

লর্ডসের সবুজ গালিচায় রক্তিম জার্সিতে নামবে বাংলাদেশ 

লর্ডসের সবুজ গালিচায় রক্তিম জার্সিতে নামবে বাংলাদেশ 
বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি গায়ে সাকিব আল হাসান

ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে রক্তিম আভায় উদ্ভাসিত হতে যাচ্ছে বাংলাদেশ। ক্রিকেটের মক্কায় এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ। 

আজই বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। পাকিস্তানের বিপক্ষে তাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য আজ অপেক্ষা করছে অনেকগুলো গৌরবময় উপলক্ষ্য। 

বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ দলের জার্সি তৈরি হয়েছিল দুইটি। সবুজ রঙের হোম ও লাল রঙের অ্যাওয়ে জার্সি। বিশ্বকাপের শেষ ম্যাচে এসে লাল জার্সিটি গায়ে চড়াতে যাচ্ছে বাংলাদেশ। 

যাদের বিপক্ষে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর এসেছিল স্বাধনীতার রক্তিম সূর্য, সেই পাকিস্তানের বিপক্ষেই আজ সবুজ মাঠে লালের পরশ ছড়াবে বাংলাদেশ, ম্যাচ জিতে আরেকবার লাল-সবুজের পতাকা উড়বে বিশ্বমঞ্চে, এটাই এখন টাইগার ভক্তদের একমাত্র প্রত্যাশা। 

এবারের বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিরা গিয়েছিল সেমিফাইনালের স্বপ্ন নিয়ে। নানা সমীকরণ ও বৃষ্টি বিঘ্নিত ম্যাচের মারপ্যাঁচে সে স্বপ্ন পূরণ হচ্ছে না কোটি বাংলাদেশির। তবে পাকিস্তানকে হারিয়ে পঞ্চম অবস্থানে থেকে সম্মান নিয়ে বিশ্বকাপটা শেষ করার সুযোগটা হারাতে চাইবে না মাশরাফী বাহিনী। 

এবারের বিশ্বকাপে অ্যাওয়ে জার্সির কোনো শর্ত ছিল না পাকিস্তানের জন্য। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জার্সির রঙে মিল থাকলেও দুটি ম্যাচই তারা খেলছে 'হোম টিম' হিসেবে। আর সেজন্যই আজ চিরচেনা সবুজ জার্সি ছেড়ে লাল রঙে নিজেদের রাঙাতে হচ্ছে বাংলাদেশকে। 

এমএইচএস   

আরও পড়ুন