আগের ম্যাচে ভারতের বিপক্ষে হেরেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার স্বপ্ন। পাকিস্তানকেও সেমিফাইনালে যেতে আজকের ম্যাচে করতে হবে অসাধ্য সাধন। তাই লর্ডসে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি আজ শুধুই নিয়ম রক্ষার।
তবে এই ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ভাষ্যমতে, 'সব খেলাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছি, তবে আমরা ভালো অবস্থানে থেকে শেষ করতে চাই।'
নিজেদের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের মধ্যে। বরং তার মতে ভাগ্যটা একটু সহায় থাকলে আরও ভালো অবস্থানে থাকত দল। সাকিবের মতে, 'আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। ভাগ্যের আরেকটু সহায়তার দরকার ছিল। মাঝে মাঝে ফিল্ডিংটা আমাদের পিছিয়ে দিয়েছে। এসব বাদ দিলে আমার মনে হয় আমরা ভালোই খেলেছি।'
বিশ্বকাপে নিজের দুর্দান্ত পারফম্যান্স নিয়ে সাকিব বলেন, 'আমি ব্যাটে ও বলে দলে আমার অবদান বেশ উপভোগ করছি। উপরের দিকে লম্বা সময় ধরে ব্যাটিং করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখতে চাই।'
লর্ডসে প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমে অনেক উচ্ছ্বসিত সাকিব, 'লর্ডসের হোম অফ ক্রিকেটে খেলতে পারাটা বিশেষ কিছু। আমাদের কেউই এর আগে এখানে ওয়ানডে খেলেনি। তাই দারুণ একটি উপলক্ষ্যই অপেক্ষা করছে আমাদের জন্য।'
আজ (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ শুরুর আগে স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাকিব।
এমএইচএস