• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৫:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০৫:১৫ পিএম

ভয়ংকর হয়ে উঠতে থাকা বাবরের ক্যাচ ছাড়লেন মোসাদ্দেক

ভয়ংকর হয়ে উঠতে থাকা বাবরের ক্যাচ ছাড়লেন মোসাদ্দেক

বিশ্বকাপের ৪৩তম ম্যাচে লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু'দলের জন্যই এটা নিজেদের বিশ্বকাপের শেষ ম্যাচ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভার শেষে ১ উইকেটে ১২৩ রান। এইমাত্র মুস্তাফিজুর রহমানের করা ২৬ তম ওভারের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বাবর আজমের ক্যাচ ফেলে দিয়েছেন মোসাদ্দেক হোসেন। 

টস জিতে ব্যাট করতে নেমে আজ শুরু থেকে টাইগার বোলারদের সামনে বেশ অস্বস্তিতে ছিলেন দুই ওপেনার ইমাম উল হক ও ফখর জামান। সে কারণেই হয়তো ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরেছেন ফখর।

তবে এরপর ক্রিজে আসা বাবর আজমকে নিয়ে দলের হাল ধরেন ওপর ওপেনার ইমাম উল হক। এই মুহূর্তে বাবর আজম ৬০ ও ইমাম উল হক ৪৫ রানে অপরাজিত আছেন। 

এমইএইচএস 

আরও পড়ুন