• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৭:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০৭:৪৪ পিএম

টাইগারদের ৭ রানে অলআউট করতে পারলেই সেমিতে উঠে যাবে পাকিস্তান  

টাইগারদের ৭ রানে অলআউট করতে পারলেই সেমিতে উঠে যাবে পাকিস্তান   

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়ায় বাংলাদেশের বিপক্ষে শুধু বড় নয়, অবিশ্বাস্য ব্যবধানে জয় দরকার ছিল তাদের। কিন্তু লর্ডসে টস জিতে আগে ব্যাট করে ৩১৫ রানের বেশি করতে পারল না তারা।

এখন সমীকরণ অনুযায়ী, সেমিতে উঠতে হলে বাংলাদেশকে মাত্র ৭ রানেই অলআউট করে দিতে হবে আমির-ওয়াহাব-শাদাবদের। 

ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে পাকিস্তানের মাথার উপর যেন পাহাড় সমান বোঝা। জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড থেকে রানরেটে এগিয়ে থেকে সেমিতে যেতে হলে টাইগারদের ইতিহাস গড়ে হারাতে হবে তাদের। ৩৫০ রান করলে ৩১১, ৪০০ রান করলে ৩১৬ আর ৪৫০ রান করলে ৩২১, এই ব্যবধানে জয় দরকার ছিল তাদের। 

এই সমীকরণগুলো দেখে পাকিস্তানকে শেষ চারে খেলতে দেখার সম্ভাবনা কেউ না দেখলেও, খোদ পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদই এই আকাশ-কুসুম সম্ভাবনাকে সম্ভব করার কথা জানান। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৬০০/৫০০/৪০০ রান করে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে দেয়ার স্বপ্ন দেখছেন তারা।

কিন্তু মুস্তাফিজুর রহমানের ৫ আর মোহাম্মদ সাইফউদ্দীনের ৩ উইকেট নেয়ার দিনে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রানের বেশি আর করতে পারল না পাক ব্যাটসম্যান। এখন তাই, সেমিতে উঠতে হলে বাংলাদেশকে মাত্র ৭ রানেই অলআউট করে দিতে হবে তাদের বোলারদের।  

এসএইচএস    
 

আরও পড়ুন