• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৭:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০৭:৫১ পিএম

দ্রুততম ১’শ‍‍ উইকেটের ক্লাবে মুস্তাফিজ   

দ্রুততম ১’শ‍‍ উইকেটের ক্লাবে মুস্তাফিজ   

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ অনন্য এক কীর্তি গড়লেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মাত্র ৫৪ ম্যাচ খেলেই ওয়ানডে ক্রিকেটে শততম উইকেটের দেখা পেলেন কাটার মাস্টার। বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট পাওয়ার কৃতিত্ব এখন দ্য ফিজের। 

আজকের ম্যাচে পাকিস্তানের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান ইমাম উল হককে হিট উইকেটের শিকার বানিয়ে ওয়ানডেতে শততম উইকেটটি তুলে নিয়েছেন মুস্তাফিজ। এর পর শাদাব খান, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকেও তুলে নেয়ায় ৫৪ ম্যাচে তার উইকেট সংখ্যা এখন ১০৩। 

তবে ইতিহাসের পাতায় মুস্তাফিজের এ কৃতিত্ব ঠাই পেয়েছে পঞ্চম স্থানে। তার চেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট পেয়েছেন, এমন বোলারের সংখ্যা ইতিহাসে মাত্র ৪ জন! 

৪৪ ম্যাচ খেলে এই রেকর্ড গড়ে সবার উপরে আছেন আফগানিস্তানের রশিদ খান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আছেন দ্বিতীয় নম্বরে। তিনি খেলেছেন ৫২ ম্যাচ। পাকিস্তানের সাকলাইন মুস্তাক ৫৩ ম্যাচ খেলে আছেন তুতীয় স্থানে। 

অন্যদিকে সাবেক কিউই পেসার শেন বন্ড মুস্তাফিজের সমান ৫৪ ম্যাচ খেলেই ১০০ উইকেটের দেখা পেয়েছিলেন। তবে ইকোনমি রেট ভালো হওয়ায় বন্ড আছেন চতুর্থ অবস্থানে। 

এমএইচএস