• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৮:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০৮:২৭ পিএম

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়  

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়   

এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এরপর একে একে ভারত ও স্বাগতিক ইংল্যান্ডও নিশ্চিত করে ফেলে বিশ্বকাপের সেমিফাইনাল। তাই সকল জানতে উদগ্রীব ছিলেন, শেষ দল হিসেবে কারা যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের শেষ চারে!  

এদিকে সেমির টিকিট পাওয়ায় শেষ মুহূর্তের দৌড়ে টিকে ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিন্তু আজ বাংলাদেশের বিপক্ষে প্রয়োজনীয় সমীকরণ না মেলাতে পারায় পাকিস্তান ছিটকে গেল বিশ্বকাপ থেকে। অর্থাৎ, শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের। 

আজ শুক্রবার (০৫ জুলাই) লর্ডসে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। বড় সংগ্রহ দরকার হলেও ইমাম-উল-হকের সেঞ্চুরি আর বাবর আজমের ৯৬ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রানের বেশি করতে পারেনি তারা। 

ফলে সেমিতে উঠতে হলে সরফরাজ আহমেদের দলের দরকার ছিল বাংলাদেশকে মাত্র ৭ রানেই অলআউট করে দেয়া। 

কিন্তু ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই বাংলাদেশ স্কোরবোর্ডে ৭ রান তুলে ফেলে। ফলে সমীকরণের মারপ্যাঁচে পড়ে ম্যাচ শেষ হওয়ায় আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।    
    
এসএইচএস    

আরও পড়ুন