• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৮:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০৮:৪৭ পিএম

আজও ব্যর্থ তামিম-সৌম্য 

আজও ব্যর্থ তামিম-সৌম্য 

লর্ডসে বিশ্বকাপের ৪৩তম ম্যাচে পাকিস্তানের দেয়া ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার ৩ বল শেষে ২ উইকেটে ৫৯ রান। 

এই মুহূর্তে সাকিব আল হাসান ২০ ও মুশফিকুর রহিম ৯ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। এইমাত্র শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। প্যাভিলিয়নে ফেরার আগে ২১ বল খেলে রান করেছেন মাত্র ৮। 

অন্যদিকে ষষ্ঠ ওভারে ২২ বলে ২২ রান করে মোহাম্মদ আমিরের বলে ফখর জামানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকারও। যার কারণে পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে আক্ষেপ থেকেই গেলো। 

তবে এরই মধ্যে রোহিত শর্মাকে দুইয়ে ঠেলে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১ নম্বরে উঠে এসেছেন সাকিব।

এর আগে ইমাম উল হকের সেঞ্চুরিতে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান পায় ৩১৫ রানের বড় সংগ্রহ। বাংলাদেশি বোলারদের পক্ষে ৭৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। 

এমএইচএস