লর্ডসে বিশ্বকাপের ৪৩তম ম্যাচে পাকিস্তানের দেয়া ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেটে ১৪৪ রান।
৫৭ রান করে এই মুহূর্তে ক্রিজে অপরাজিত আছেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে আজকেরটি নিয়ে সাকিবের পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস মোট সাতটি। আট ম্যাচে মাঠে নেমেই এমন কীর্তি গড়লেন সাকিব। এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ১১ ম্যাচ খেলে ৭টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন।
সাকিবের সঙ্গী হিসেবে এই মুহূর্তে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ রান করে অপরাজিত আছেন তিনি। তার আগে ২৯তম ওভারে শাহীন শাহ আফ্রিদির বলে ফিরে গেছেন লিটন দাস। শাহীনের স্লোয়ার ঠিকঠাকভাবে পড়তে না পারায় লিটনের ৩২ বলে ৪০ রানের ইনিংসটির অপমৃত্যু হয়।
এদিকে আজও টুর্নামেন্টের ধারা অব্যাহত রেখে দ্রুতই ফিরে গেছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম করেছেন ৮, সৌম্য ২২ রান। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকও ব্যর্থ আজ। ১৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি।
এমএইচএস