• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ১১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ১১:২২ পিএম

জয়ে শুরু, হারে শেষ; দেশে ফিরছে বাংলাদেশ

জয়ে শুরু, হারে শেষ; দেশে ফিরছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে কী দারুণভাবেই না বিশ্বকাপের এবার আসর শুরু করেছিল বাংলাদেশ। অথচ বাজে বোলিং আর ফিল্ডিংয়ের কারণে এখন শূন্যহাতেই টুর্নামেন্ট শেষ করতে হলো টাইগারদের। 

আজ (শুক্রবার) রাউন্ড রবিন লীগ পর্বের শেষ ম্যাচেও হতাশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের কাছে ৮৪ রানের বড় হেরে তাই মলিন মুখেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশ। 

ক্রিকেটের মক্কা ঐতিহাসিক লর্ডসে পাকিস্তানকে ৩১৪ রানে আটকে দিয়ে লক্ষ্য তাড়া করতে নামে মাশরাফীর দল। বরাবরের মতো আজও ব্যর্থ হয় উদ্বোধনী জুটি। তামিম-সৌম্য কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। দারুণ শুরু করা সৌম্য সরকার আউট হন ২২ রান করে, অন্যদিকে তামিম ইকবালের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। 

তবে সাকিব খেলেন তার মতোই। পুরো আসর জুড়ে রানের ফোয়ারা ছোটানো বিশ্বসেরা এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬৪ রান। মুশফিক-লিটনরা সেট হয়েও উইকেট দিয়ে আসায় তাই সাকিবের রান যায় বৃথা। 

মুশফিক করেন ১৬ রান। অন্যদিকে লিটনের ব্যাট থেকে আসে ৩২ রান। ইনজুরি কাটিয়ে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদও বেশ সুবিধা করতে পারেননি। তিনি আউট হন ২৯ রান। এদিকে লোয়ার মিডল অর্ডার আর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে মাত্র ২২১ রানেই দলীয় সবক'টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ফলে ৮৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। 

পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি একাই যেন ধসিয়ে দেয় টাইগারদের ইনিংস। লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলা এই বোলার মাত্র ৩৫ রান খরচায় নেন ৬ উইকেট। অন্যদিকে, ২টি উইকেট পেয়েছেন শাদাব খান। 

এসএইচএস 

আরও পড়ুন