• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০১৯, ০৪:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০১৯, ০৪:৪৯ পিএম

ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা 

ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা 

হেডিংলির লিডসে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ১২ ওভার শেষ না হতেই ৪ উইকেট হারিয়ে বসেছে তারা। নিজেদের উইকেট দিয়ে সাজঘরে ফিরে গেছেন দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্দো। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৬ ওভার শেষে এই ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৫ রান। উইকেটে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও লাহিরু থিরিমান্নে ।  

ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। জসপ্রীত বুমরাহর বলে উইকেটের পেছনে থাকা এমএস ধোনির গ্লাভসে ক্যাচ দেন ১০ রান করা করুনারত্নে। 

প্রথম উইকেট হারানোর রেশ না কাটতেই দ্বিতীয় উইকেটও হারিয়ে বসে লঙ্কানরা। বোলার এবারও বুমরাহ, ক্যাচও নেন সেই ধোনি- এবার উইকেটদাতার নাম কুশল পেরেরা। ব্যক্তিগত ১৮ রানে তিনি উইকেটের পেছনে ক্যাচটি দেন। 

কুশল মেন্ডিসও উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাদেজার বলে তিনি পপিং ক্রিজ ছেড়ে মারতে এসে ধোনির স্ট্যাম্পিংয়ের শিকার হন। তার ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। 

টপ-অর্ডার ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো ভালো কিছুর করার সম্ভাবনা জাগালেও ২০ রানের বেশি করতে পারেননি তিনি। হার্দিক পান্ডিয়ার বাউন্সার খেলতে গিয়ে ধোনির চতুর্থ ডিসমিসালে পরিণত হন তিনি। 

এসএইচএস 
 

আরও পড়ুন