হেডিংলির লিডসে শ্রীলঙ্কার দেয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। দলের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের অনবদ্য ব্যাটিংয়ে এরইমধ্যে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ছে লঙ্কানরা। বড় কোনো অঘটন না ঘটলে বড় ব্যবধানের জয় নিয়েই সেমিফাইনালে পা রাখতে চলেছে বিরাট কোহলির দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৯ ওভারে বিনা উইকেট স্কোরবোর্ডে ১০৩ রান তুলে ফেলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে শেষ ৩১ ওভারে আর ১৬২ রান দরকার তাদের।
লক্ষ্য তাড়ায় নেমে ঝড়ো শুরু করা রোহিত শর্মা ৪৮ বলেই তুলে নেন তার ফিফটি। এর মধ্যে, চতুর্থ ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৬০০ এর অধিক রান সংগ্রহ করার তালিকায়ও ঢুকে গেছেন এই ওপেনার। ফিফটির পথে রয়েছেন লোকেশ রাহুলও।
এসএইচএস