
১০ দলের মধ্যে ৮ম অবস্থানে থেকে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জয় এলেও বড় ম্যাচের চাপ নিতে বাংলাদেশ যে এখনও ব্যর্থ, তাই প্রতীয়মান হয়েছে এবারও।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল উদীয়মান অলরাউন্ডার সাইফউদ্দীনের হাতে। দলের অন্যতম স্ট্রাইক বোলারের ভূমিকা তো ছিলই, লোয়ার অর্ডারে তার ব্যাটের দিকেও চেয়েছিল টিম টাইগার্স। বিশ্বকাপ শেষে ৭ ম্যাচে ১৩ উইকেটের পরিসংখ্যানটা হয়তো খুব একটা মন্দ নয়, তবে ৭.১৮ ইকোনমিটা নিয়ে ভাবতে হচ্ছেই। ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে এক সময় জয়ের আশাও দেখাচ্ছিলেন। তরুণ এই ক্রিকেটারের ব্যক্তিগত বিশ্বকাপ মিশনটা তাই খারাপ হয়নি।
তবে বিশ্বকাপে দলীয় পারফম্যান্স নিয়ে এক বেসরকারি টেলিভিশনকে সাইফউদ্দীন বলেছেন, 'সত্যিই হতাশাজনক। মন ভরা আক্ষেপ নিয়ে দেশে ফিরছি। চেষ্টা ছিল সেমিফাইনাল খেলব, এরকম একটা পজিশনেই ছিলাম আমরা। তাই অভারঅল সব মিলিয়ে মনের মতো হলো না টুর্নামেন্টটা।'
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে এড়িয়ে যান সাইফউদ্দিন, 'এটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। এ ব্যাপারে আমার বেশি কিছু বলার নেই, আমি নিজেও এই ব্যর্থতার অংশ।'
এমএইচএস