দীর্ঘ প্রায় সোয়া দুই মাস পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ টাইগাররা বিকাল সাড়ে ৫টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে।
শনিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৩টা ২০ মিনিট) এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে রওনা হয়েছিল লাল-সবুজের দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে তারপর খেলোয়াড়রা ঢাকায় পৌঁছেছেন।
এদিকে, বাংলাদেশ দল লন্ডন ছাড়ার সময় বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ছাড়া আর কোনো বোর্ড কর্মকর্তার দেখা পাওয়া যায়নি। একমাত্র সাজ্জাদুল আলম ববিই ক্রিকেটারদের বিদায় বেলার সঙ্গী হয়েছেন। শীর্ষ কর্তাদের অনেকে লন্ডন থাকলেও দলকে বিদায় জানাতে কেউ হোটেলে আসেননি।
প্রসঙ্গত, গত ১ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য পূরণ করতে পারেনি টাইগাররা। ৯ ম্যাচে ৩ জয়, ৫ পরাজয় ও ১ পরিত্যক্ত ম্যাচে মাত্র ৭ পয়েন্ট গিয়েছে বাংলাদেশের ঝুলিতে।
দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জয় এলেও ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচগুলোয় হেরেছে স্টিভ রোডসের শিষ্যরা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও জুটেছে বড় পরাজয়ের গ্লানি। খেলোয়াড়দের দেশে ফেরার পর বিশ্বকাপ ব্যর্থতা ঘোচাতে কেমন উদ্যোগ নেয় বিসিবি, সেটাই এখন দেখার বিষয়।
এমএইচএস/আরআইএস