
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় ২৬তম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ম্যাগাজিন মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে। এই তালিকায় ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে রয়েছেন শেখ হাসিনা। গত বছর এই জরিপে তিনি ৩০তম অবস্থানে ছিলেন।
তালিকায় এবারও শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে, ৩য় স্থানে আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড। যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের চেয়ারপারসন ও সিইও মেরি বারা ৪র্থ স্থানে রয়েছেন। ৫ম স্থানে রয়েছেন ফিডেলিটি ইনভেস্টমেন্টসের সিইও আবিগেইল জনসন।
ফোর্বসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন ও তার দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীরা এ বছর ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছেন।
শেখ হাসিনাকে ফোর্বসের তালিকায় স্থান দেয়ার ক্ষেত্রে মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভূমিকা রাখার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।
শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিনের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় তিনি ৩০তম অবস্থানে ছিলেন এবং ২০১৬ সালে ৩৬তম অবস্থানে ছিলেন।
উল্লেখ্য, মিয়ানমারের নেত্রী অং সান সু চি দুই বছর আগে ফোর্বসের তালিকায় ২৬তম অবস্থানে ছিলেন। এবার শেখ হাসিনা ২৬তম স্থানে উঠে এলেও সু চির স্থান হয়নি ১০০ জনের মধ্যে। ২০০৪ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই তালিকায় স্থান পাননি।
সাইসে/