• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৯:০০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০১৯, ১০:৫৭ এএম

বিশ্বকাপ সেমিফাইনাল 

ফেভারিট ভারতের মুখোমুখি ‘আন্ডারডগ’ নিউজিল্যান্ড

ফেভারিট ভারতের মুখোমুখি ‘আন্ডারডগ’ নিউজিল্যান্ড
ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

টানা ৩৮ দিনের লীগ পর্বের লড়াইয়ের পর অবশেষে নকআউট পর্বে পৌঁছাল বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফেভারিট ভারত এবং নিজেদের আন্ডারডগ দাবি করে বসা নিউজিল্যান্ড। 

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে। বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া, অনলাইনে র‍্যাবিটহোলে খেলাটি দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন। 

৯ ম্যাচের সাতটিতেই জয়, ১ ম্যাচ পরিত্যক্ত, শুধু স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার; বিশ্বকাপে এ পর্যন্ত ভারতের যাত্রাটাই বলে দিচ্ছে, কেন তারা সবার চেয়ে উপরে থেকে লীগ পর্ব শেষ করেছে। জয় পরাজয়ের অনুপাতে অন্য সব দলের থেকেই পরিষ্কার এগিয়ে আছে টিম ইন্ডিয়া। ৫টি সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। গত দুই ইনিংসে ৭৭ আর ১১১ করে ফর্মে ফিরেছেন তার ওপেনিং সঙ্গী লোকেশ রাহুল।

তবে ভারতের মিডল অর্ডার নিয়ে চিন্তার কারণ থেকে যাচ্ছে। কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়াদের ব্যাট থেকে এখনো তেমন কোনো অতিমানবীর পারফরম্যান্সের দেখা মেলেনি। সেই কারণেই হয়তো এবারের বিশ্বকাপে ৪০০ রানের স্কোর গড়া এখনো সম্ভব হয়নি ভারতের, যেখানে স্বাগতিক ইংল্যান্ড দুইবার পৌঁছেছিল ৪০০'র কাছাকাছি।    

বোলিং লাইনআপে জাসপ্রীত বুমরাহর নেতৃত্বে নিজেদের উজাড় করে দিয়েছেন ভারতীয় বোলাররাও। তবে বোলারদের মধ্যে আজ কারা একাদশে থাকবেন, তা নিয়ে দোলাচলে আছে টিম ম্যানেজমেন্ট। 

১৭ উইকেট নিয়ে জাসপ্রীত বুমরাহ আছেন সেরা উইকেট শিকারির তালিকায় ৩ নম্বরে। তবে শুধু উইকেট দিয়ে বুমরাহর বিচার করা হবে বোকামি। ডেথ ওভারে তিনি যেন একটা ইয়র্কার মেশিন বনে যান! অন্যদিকে মাত্র ৪ ম্যাচ খেলেই ১৪ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন মোহাম্মদ শামি। ৫ ম্যাচে ভুবনেশ্বর কুমারের উইকেট সংখ্যা ৭, তবে করে গেছেন অতি নিয়ন্ত্রিত বোলিং। মিডল ওভারে প্রায় নিয়মিতই উইকেট এনে দিচ্ছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।  

এবারের আসরসহ সর্বাধিক ৭ বার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার রেকর্ড ব্ল্যাক ক্যাপসদের দখলে রয়েছে। আগের ১১ আসরে তাদের সফলতার ধারাবাহিকতা চোখে পড়ার মতো। তবে অতীতের আসরগুলোর মতো দারুণভাবে এগিয়ে গিয়ে শেষের দিকে রণে ভঙ্গ দিয়ে বসা নিউজিল্যান্ডের এবারের বিশ্বকাপ জয়ের মিশনে এগিয়ে যাওয়ার পথ পরিক্রমা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, তারা অবিশ্বাস্য রকমের সৌভাগ্য বহন করে এগিয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করেছিল। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কপাল জোরেই কিউইরা জয় পেয়েছে তা বলাই যায়। পাশাপাশি আক্রমণাত্মক বোলিং আর অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিংয়ের সুবাদে প্রথম ৬ ম্যাচের ৫টাই জেতে তারা। ভারতের সঙ্গে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পরের তিন ম্যাচের সবকটাতেই হেরেছে নিউজিল্যান্ড। তবে নেট রানরেট ভালো থাকার সুবাদে পাকিস্তানকে অনেক পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে তারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলার পর থেকে টুর্নামেন্টে রান পাননি ওপেনার মার্টিন গাপটিল। ইনিংস ভালোভাবে শুরু করার দায়িত্ব আজ তাকে নিতেই হবে।

এবারের বিশ্বকাপে কিউইদের ব্যাটিং লাইনআপ ধারাবাহিকভাবে ঠিকঠাক জ্বলে উঠছে না। বিশেষ করে টপ অর্ডারকে বেশ ভঙ্গুর দেখাচ্ছে। ব্যতিক্রম শুধু অধিনায়ক কেন উইলিয়ামসন। গড় রানের হিসাবে এখনো এগিয়ে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ৯৬.২০ গড়ে ৮ ম্যাচে ৭ ইনিংসে তার সংগ্রহ ৪৮১ রান। 

বল হাতে ব্ল্যাক ক্যাপসদের হয়ে বেশ সফল পেসার লুকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট। চলতি আসরে তারা যথাক্রমে তুলে নিয়েছেন ১৭ এবং ১৫ উইকেট। এছাড়া জেমি নিশাম ১১ এবং ম্যাট হেনরি পেয়েছেন ১১ উইকেট। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কিউইদের পেস আক্রমণের বিপক্ষে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই দিতে হবে।

যদিও সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের ‘আন্ডারডগ’ মেনেই চাপমুক্ত হয়ে উপভোগের মন্ত্র নিয়েই খেলতে নামবে নিউজিল্যান্ড। পেসার লুকি ফার্গুসনের মতে, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই ফাইনালে পৌঁছাবে।

সাম্প্রতিক ফর্ম দেখলে ভারত অনেক এগিয়ে থাকবে। কাগজে-কলমে তারাই বেশি শক্তিশালী। কিন্তু কেন উইলিয়ামসন শুধু যে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে রান পান তাই নয়, অধিনায়ক হিসেবেও তিনি অত্যন্ত বিচক্ষণ। 

যাদের দিকে থাকবে আলাদা নজর 

বিরাট কোহলি (ভারত) : সেঞ্চুরি না পেলেও গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করেছেন কোহলি। ৮ ইনিংসে ৫টি ফিফটিসহ করেছেন ৪৪২ রান। সেমিফাইনালের মতো বড় মঞ্চে তার দিকে তাকিয়ে খেলতে নামবে ভারত। 

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) : এবারের বিশ্বকাপের ৮ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন বোল্ট। ২০১৫ বিশ্বকাপের মতো এবারও তিনি নিঃসন্দেহে দলের সেরা বোলার। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জিততে সাহায্য করেছিলেন তিনি। 

পিচ ও কন্ডিশন

ওল্ড ট্র্যাফোর্ডে গত ৫ ম্যাচেই যারা আগে ব্যাট করেছে, তারাই জিতেছে। তার ওপর আছে সেমিফাইনালের চাপ। টসে যারা জিতবে, তারাই ব্যাটিং নিতে চাইবে। বড় রান তাড়া করার ঝুঁকি আজ কেউই নিতে চাইবে না। যদিও ভাবনায় বদল এনে দিতে পারে আবহাওয়া। ম্যানচেস্টারের আকাশে আজ মেঘ থাকবে। মাঝেমধ্যে হালকা বৃষ্টিও হতে পারে। সেমিফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আজ যদি টস হওয়ার পর বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ালে রিজার্ভ ডে'তে সেখান থেকেই খেলা শুরু হবে। অর্থাৎ নতুন করে টস হবে না।  

সম্ভাব্য একাদশ

ভারত : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক/ কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা/ কুলদীপ যাদব/ যুজবেন্দ্র চাহাল/ মোহাম্মদ শামি (এই চারজনের যেকোনো দুইজন), জাসপ্রীত বুমরাহ। 

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকটরক্ষক), জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।  

আরআইএস 
 

আরও পড়ুন