বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ে বলির পাঠা বানিয়ে হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচের অধীনেই টাইগাররা খেলতে যাবে।
বিশ্বকাপ চলাকালীন স্টিভ রোডসকে সরিয়ে দেয়ার বিষয়ে টিম ম্যানেজমেন্টের ভেতর আলোচনা হয়েছিল। দুই পক্ষের সমঝোতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এদিকে, শ্রীলঙ্কা সফরে দায়িত্বে কে থাকবেন তা এখনো চূড়ান্ত না হলেও, আপাতত খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দেয়া হতে পারে।
প্রসঙ্গত, ২০১৭ সালে মেয়াদের মাঝপথে চণ্ডিকা হাথুরুসিংহে পদ ছেড়ে দেয়ার পর ২০১৮ সালের জানুয়ারিতে ত্রি-দেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন খালেদ মাহমুদ সুজন। যদিও তার অধীনে দল প্রত্যাশিত সফলতা পায়নি।
সূত্র : চ্যানেল টুয়েন্টি ফোর
আরআইএস