• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০১৯, ০৩:৪৩ পিএম

সেমিফাইনালের প্রথম বলেই রিভিউ হারালো ভারত 

সেমিফাইনালের প্রথম বলেই রিভিউ হারালো ভারত 

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩ ওভার শেষে বিনা উইকেটে ১ রান।   

সেমিফাইনালের প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের করা প্রথম বলটি আঘাত হানে কিউই ওপেনার মার্টিন গাপটিলের প্যাডে। ভারতীয় দলের খেলোয়াড়রা আবেদন করলেও ফিল্ড আম্পায়ার সাড়া দেননি। নির্ধারিত সময়ের শেষ সেকেন্ডে রিভিউ নেয়ার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 

তবে রিভিউতে দেখা যায়, বলটি গাপটিলের লেগ স্ট্যাম্প মিস করেছে। যার ফলে সেমির প্রথম বলেই একমাত্র রিভিউটি হারিয়ে বসে টিম ইন্ডিয়া। রিভিউ হারালেও প্রথম দুই ওভারে ভারতীয় বোলারদের কাছ থেকে ১টি রানও নিতে পারেননি দুই কিউই ওপেনার। 

এদিকে আগের ম্যাচের একাদশ থেকে দুই দলই এনেছে একটি করে পরিবর্তন। ভারতীয় দলে কুলদীপ যাদবের পরিবর্তে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। আর নিউজিল্যান্ড দলে থাকছেন না টিম সাউদি, দলে এসেছেন এবারের টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করা লুকি ফার্গুসন।  

এমএইচএস 

আরও পড়ুন