• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০১৯, ০৯:৪৪ পিএম

যা আছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের ভাগ্যে... 

যা আছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের ভাগ্যে... 

ম্যানচেস্টারে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টির সম্ভাবনা পাশ কাটিয়ে যথা সময়েই খেলা শুরু হয়। তবে টস জিতে ব্যাট করতে নামা কিউইদের ইনিংসের ৪৬ ওভার ১ বল পার হতেই নামে অঝোর বৃষ্টি। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ২১১। 

থামার নাম না নিয়ে ম্যানচেস্টারের সেই বৃষ্টি এখনো ঝরছেই। এর ফলে এবারের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালটি নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। 

সেমিফাইনালের জন্য আইসিসির বিশেষ নিয়মে বলা আছে, সাধারণ ম্যাচের তুলনায় এই ম্যাচে ম্যাচ রেফারি খেলা চালিয়ে নিতে ১ ঘণ্টা বেশি সময় নিতে পারেন। অর্থাৎ, অন্যান্য সাধারণ ম্যাচ যে সময় পরিত্যক্ত ঘোষিত হয়, এই ম্যাচের ব্যাপারে চাইলে তার থেকেও ১ ঘণ্টা বেশি সময় নেয়া যাবে। 

সে অনুযায়ী, বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটাতেও খেলা শুরু হতে পারে। সেক্ষেত্রে ভারত ব্যাট করবে ২০ ওভার, তাদের লক্ষ্য দাঁড়াবে ১৪৮। তবে ২০ ওভারের কম খেলা হবার কোনো সুযোগ নেই। 

যদি কোনোক্রমেই আজ খেলা শুরু করা না যায়, তবে আগামীকাল (বুধবার) রিজার্ভ ডে তো আছেই। কালও বৃষ্টির আঘাত অব্যাহত থাকলে কপাল পুড়বে নিউজিল্যান্ডের। রাউন্ড রবিন লীগের পয়েন্টের হিসাবে ফাইনালে চলে যাবে ভারত। 

এমএইচএস 

আরও পড়ুন