• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১০, ২০১৯, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০১৯, ০৩:২৪ পিএম

দেশের ফেরার ২ দিনের মধ্যেই অনুশীলনে তামিম

দেশের ফেরার ২ দিনের মধ্যেই অনুশীলনে তামিম
ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছেন তামিম ইকবাল। ফাইল ফটো

বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে উঠতে দেশে ফেরার মাত্র দুইদিনের মাথায় ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ইনডোরে একাই ব্যাটিং করেছেন এই টাইগার ক্রিকেটার। 

গতকাল মঙ্গলবার (৯ জুলাই) মিরপুরে ইনডোরে বেশ ঘণ্টাখানেক ব্যাটিং করেছেন। দেশে ফেরার পর অন্যান্য খেলোয়াড়রা সবাই যখন বিশ্বকাপ পরবর্তী বিশ্রামে সময় পার করছেন, তখন তামিম নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।

এদিকে, এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে এক ফিফটিসহ ২৯.৩৭ গড়ে ২৩৫ রানের বেশি করতে না পারা তামিম ইকবালের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন বিসিবির নির্বাচক ও সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। 

চ্যানেল টুয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে সুমন বলেন, তামিম রান না করলে দল ভুগতে থাকে। সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছে। তার সঙ্গে যদি তামিমের ব্যাটিংতা পেতাম, তাহলে আমাদের অবস্থান অবশ্যই আট নম্বরে (পয়েন্ট টেবিল) থেকে নয়, আরও উপরে থেকেই শেষ হতো। 

তবে তামিমের পারফরম্যান্স প্রসঙ্গে টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেছেন, তামিম তার নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু তামিম খারাপ খেলেছে এটা বলা যাবে না। তামিম পারফর্ম করলে আমাদের জন্য এগিয়ে যাওয়া সহজ হতো। 

আরআইএস 

আরও পড়ুন