ম্যানচেস্টারে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের পর আজ রিজার্ভ ডেতে আবার মাঠে গড়িয়েছে খেলা। ১ম ইনিংসে নিউজিল্যান্ডের বাকি থাকা ৩ ওভার ৫ বলের খেলা হয়ে গেছে ইতোমধ্যেই। ৫০ ওভার শেষে ৮ উইকেটে কিউইদের সংগ্রহ ২৩৯। ফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়ার করতে হবে ২৪০।
গতকাল ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা পাশ কাটিয়ে যথা সময়েই খেলা শুরু হয়েছিল। তবে টস জিতে ব্যাট করতে নামা কিউইদের ইনিংসের ৪৬ ওভার ১ বল পার হতেই নামে অঝোর বৃষ্টি। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ২১১। আজ রিজার্ভ ডেতে বিকেল সাড়ে তিনটায় সেখান থেকেই খেলা শুরু হয়।
এর আগে ইনিংসের প্রথম ৩ ওভারে দুই ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার রান দিয়েছিলেন মাত্র ১! সেকারণেই দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলসের ওপর জমেছিল পাহাড়সম চাপ।
সেই চাপ সামলাতে ব্যর্থ হয়েই চতুর্থ ওভারে বুমরাহর আউট সুইংগারে অযথা খোঁচা মারতে গিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হাতে ধরা পড়েন গাপটিল। এরপর অপর ওপেনার হেনরি নিকোলসকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ৬৯ রানে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফিরে যান নিকোলস।
এরপর অভিজ্ঞ রস টেইলরের সঙ্গে উইলিয়ামসনের ৬৫ রানের জুটি ভাঙেন যুজবেন্দ্র চাহাল। ব্যক্তিগত ৬৭ রানে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। দুই কিউই অলরাউন্ডার জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম ছিলেন ব্যর্থ। হার্দিক পান্ডিয়ার বলে নিশাম ও ভুবনেশ্বর কুমারের বলে ফিরে গিয়েছিলেন গ্র্যান্ডহোম।
এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথামকে নিয়ে স্লগ ওভার সামলানোর দায়িত্ব নেন টেইলর। তবে বৃষ্টির বাধায় কিউইদের পরিকল্পনা ভেস্তে যায়। আজ আবার খেলতে নেমে দলীয় ২২৫ রানে রান আউট হয়ে ফিরেছেন টেইলর, প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান। লাথামও যেতে পারেননি বেশি দূরে, মাত্র ১০ রানে ভুবনেশ্বর কুমারের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তাই ২৩৯ রানেই থামতে হয়েছে নিউজিল্যান্ডকে।
এমএইচএস