• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১০, ২০১৯, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০১৯, ০৫:২৪ পিএম

কোপা আমেরিকার সেরা একাদশে নেই মেসি-কৌতিনহো 

কোপা আমেরিকার সেরা একাদশে নেই মেসি-কৌতিনহো 

২০১৯ কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এর টেকনিক্যাল স্টাডি গ্রুপ। 

এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল থেকে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় জায়গা পেয়েছেন কনমেবল এর ঘোষিত একাদশে। এছাড়া রানার্স আপ পেরু থেকে দুইজন এবং আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি এবং কলম্বিয়া থেকে আছেন একজন করে খেলোয়াড়। 

 

কোপা আমেরিকার সেরা একাদশ 
গোলরক্ষক- এলিসন বেকার (ব্রাজিল) 
সেন্টারব্যাক - থিয়াগো সিলভা (ব্রাজিল), হোসে মারিয়া হিমেনেজ (উরুগুয়ে) 
মিডফিল্ডার- আর্তুরো ভিদাল (চিলি), আর্থুর (ব্রাজিল), লিওনার্দো পারেদেস (আর্জেন্টিনা)। 
স্ট্রাইকার - হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), এভারটন (ব্রাজিল), পাওলো গুরেরো (পেরু)।

 

এবারের কোপা আমেরিকায় অনেকটাই অনুজ্জ্বল ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। সেই সাথে কনমেবল, মাঠ ও রেফারিদের নিয়ে নান বিতর্কিত মন্তব্য করে শিরোনাম হয়েছেন তিনি। সেরা একাদশে অনুমিতভাবেই জায়গা হয়নি তার। এছাড়া একাদশে নেই আরেক বড় তারকা ব্রাজিলের ফিলিপে কৌতিনহো। 

এমএইচএস