• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৯:২৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ১১:১৪ এএম

মাশরাফী ভালো করবে না তা জানতাম: পাপন 

মাশরাফী ভালো করবে না তা জানতাম: পাপন 
বিশ্বকাপে মাশরাফীর ভূমিকা ছিল কেবলই অধিনায়কত্বের, বললেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, মাশরাফী বিন মোর্ত্তজা অবসর নিয়ে নিলে তার মতো একজন বিচক্ষণ অধিনায়ক অদূর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

ইংল্যান্ডে বাংলাদেশি সংবাদমাধ্যমকে গতকাল (বুধবার) পাপন বলেন, 'অধিনায়ক হিসেবে মাশরাফী আর খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের বিকল্প নেই। আমরা খুঁজলে হয়তো ভালো মানের অনেক ক্রিকেটারই পেতে পারি। তবে এই দুজনের বদলি পাব কিনা আমার সন্দেহ।'

বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া চলছে দেদার। ৮ ম্যাচে মাঠে নেমে মাত্র ১ উইকেট শিকার করেছেন ম্যাশ। ইকোনমি রেটটাও বলার মতো নয়। অধিকাংশ ম্যাচেই ১০ ওভারের কোটাও পূর্ণ করতে পারেননি তিনি। 

তবে পাপনের ভাষ্যমতে, পারফর্ম করা নয়; বিশ্বকাপ দলে মাশরাফীর দায়িত্ব ছিল কেবলই অধিনায়কত্বের। বিসিবি সভাপতি বলেন, 'সেদিক থেকে চিন্তা করলে মাশরাফী আমাদের অধিনায়কই ছিল। বিশ্বকাপে সে ভালো নাও করতে পারে এটা আমরা আগেই জানতাম। এমন কন্ডিশনে সে বল হাতে ভালো করবে এটা আমি আশাও করিনি। ইংল্যান্ডের কন্ডিশনের পিচ থেকে মাশরাফির সুবিধা পাওয়ার কোনো উপায় নেই! ওখানকার ফ্ল্যাট উইকেট, বাউন্সি, পেসও কম। সেদিক থেকে আমি বলব সে চেষ্টা করেছে।' 

এমএইচএস 

আরও পড়ুন