
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধান কোচ স্টিভ রোডসের চুক্তি ছিল ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার পর সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে বিসিবি।
রোডসের বিদায় নিয়ে গত কয়েক দিনে জলঘোলা হয়েছে অনেক। বিশ্বকাপ মিশন শেষ করে দলের সঙ্গেই বাংলাদেশে এসেছিলেন তিনি। পরদিন বিসিবির প্রধান নির্বাহী জানান , সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করা হবে কোচের সঙ্গে। তবে গতকাল পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে আসছিলেন, রোডস নিজে সিদ্ধান্ত নেবেন তিনি থাকছেন কিনা।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাপনের সেই বক্তব্যের একদিন পরেই ইংল্যান্ডের বিমান ধরে নিজ দেশে ফিরছেন ইংলিশ এই কোচ। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে দেশের বিমান ধরেন স্টিভ রোডস। রাতেই শেষবারের মতো বিসিবিতে আসেন তিনি। ধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে শেষ সাক্ষাতের পর সোজা বিমানবন্দরের পথ ধরেন তিনি। গণমাধ্যমের অনেক অনুরোধ থাকলেও রোডসের মুখ থেকে একটি বার্তাও পাওয়া যায়নি।
রোডসের এমন নিরব বিদায় নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘স্বাভাবিকভাবেই যখন একটা সম্পর্কের ইতি হয়, তখন সেখানে অনেক ব্যাখ্যা থাকে। হয়তো তিনি সেই বিষয়গুলো এড়িয়ে যেতে চেয়েছেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই মহাসমারোহে যাচাই বাছাই করে বিদেশি কোচ নিয়ে আসে। তবে তাদের বিদায়টা কোনোবারই তেমন সুখকর হয়নি। আর এবার তো রোডসের বিদায় ঠিক কিরকম 'সমঝোতা'র মধ্য দিয়ে হলো, তাও জানা গেল না।
এমএইচএস