• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ০৪:৪৭ পিএম

পরিসংখ্যান জোকোভিচের, ইতিহাস ফেদেরারের 

পরিসংখ্যান জোকোভিচের, ইতিহাস ফেদেরারের 
উইম্বলডনের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ

আগামীকাল রোববার (১৪ জুলাই) উইম্বলডন ওপেনের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। বিশ্ব টেনিসের সবচেয়ে বড় এই দুই তারকার লড়াই দেখতে উন্মুখ হয়ে আছেন ক্রীড়ামোদীরা। চলুন জেনে নেয়া যাক ফেদেরার-জোকোভিচ লড়াইয়ের ভেতরের কিছু পরিসংখ্যান। 

টেনিস কোর্টে এ পর্যন্ত ৪৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ ও ফেদেরার। ২৫ জয় নিয়ে দুজনের লড়াইয়ে এগিয়ে আছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। বিপরীতে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের জয় ২২ ম্যাচে। 

সর্বশেষ ১ বছরে খেলা ৭৩ ম্যাচের ৬৩টিতেই জয় পেয়েছেন জোকোভিচ, হেরেছেন ১০ ম্যাচে। অন্যদিকে রজার ফেদেরার বিগত ১ বছরে খেলেছেন ৬৮ ম্যাচ; জয় ৫৭ ও পরাজয় ১১টিতে। 

বর্তমান এটিপি র‍্যাঙ্কিং বিচারেও ফেদেরারের থেকে এগিয়ে আছেন 'জোকার'খ্যাত জোকোভিচ। এই মুহূর্তে ওয়ার্ল্ড নম্বর ওয়ানের খেতাব আছে জোকোভিচের দখলে, অন্যদিকে ফেদেরার আছেন ৩ নম্বরে। 

উইম্বলডনে এর আগে ফেদেরার-জোকোভিচ মুখোমুখি হয়েছেন মোট ৩ বার। ২ জয় নিয়ে এগিয়ে আছেন জোকোভিচ, ফেদেরারের জয় ১টিতে। 

উইম্বলডনের ঘাসের কোর্টে ফেদেরার ও জোকোভিচের প্রথম দেখা হয় ২০১২ সালে, সেমিফাইনালের মঞ্চে। সেবারের লড়াইয়ে অভিজ্ঞ ফেদেরারের জয় হলেও ২০১৪ ও ২০১৫ আসরের ফাইনালে তাকে হারিয়ে শিরোপার হাসি হাসেন জোকোভিচই। 

তবে ফাইনালের আগে পরিসংখ্যানের হিসাব জোকোভিচকে এগিয়ে রাখলেও একটি ব্যাপারে ফেদেরার কিন্তু অনন্য। ফেদেরার আর উইম্বলডন যে একে অপরের পরিপূরক! ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যামটি এই উইম্বলডনের ময়দানেই জিতেছিলেন ফেদেরার। ২০০৩ থেকে ২০০৯, এই আসরের টানা সাত ফাইনালে খেলেছিলেন সুইস এই তারকা। 

ঘাসের কোর্টে ফেদেরারকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। ২০১২, ২০১৪, ২০১৫ ও ২০১৭ আসরের ফাইনালেও উঠেছিলেন তিনি। উইম্বলডনে খেলা ১১ ফাইনালের ৮টিতেই জয় পেয়েছেন ফেদেরার। 

এমএইচএস