• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ১১:৫২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০১৯, ১১:৫২ এএম

অ্যাশেজের স্কোয়াড থেকে বাদ পড়লেন ম্যাক্সওয়েল-স্টইনিস 

অ্যাশেজের স্কোয়াড থেকে বাদ পড়লেন ম্যাক্সওয়েল-স্টইনিস 
বিশ্বকাপে অফ-ফর্মের কারণেই তারা অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে জায়গা হারালেন গ্লেন ম্যাক্সওয়েল।

ক্রিকেট বিশ্বকাপের পর অনুষ্ঠিতব্য অ্যাশেজ সিরিজের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ২৫ ক্রিকেটার থেকেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলে টিম পেইনের নেতৃত্বাধীন চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হবে। 

তবে অজিদের এই প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিসের। বিশ্বকাপে অফ-ফর্মের কারণেই তারা অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে জায়গা হারালেন। বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েলের একের পর এক ম্যাচে দৃষ্টিকটুভাবে উইকেট বিলিয়ে দেয়ার দৃশ্যে নির্বাচকরা রীতিমত বিরক্ত!

২৫ সদস্যের এই অস্ট্রেলিয়া স্কোয়াডে বিশ্বকাপ দল থেকে আছেন ৭ ক্রিকেটার, অস্ট্রেলিয়া এ দল থেকে রয়েছেন ১৫ জন; যারা এই মুহূর্তে ইংল্যান্ড সফর করছেন। এছাড়া পিটার সিডল, ক্যামেরন ব্যানক্রফট ও মার্নাস লাবুশানে - এই তিন ক্রিকেটার কাউন্টি খেলতে বর্তমান ইংল্যান্ডে আছেন। 

এদিকে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের পর এবার চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের মধ্যদিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ক্যামেরন ব্যানক্রফটও। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহ্যামের হয়ে তিনি খেলছেন।

অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড : ক্যামেরন ব্যানক্রফট, জ্যাকসন বার্ড, জি বার্নস, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, জন হল্যান্ড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লিওন, মিশেল মার্শ, মাইকেল নেসার, টিম পেইন, কুর্টিস প্যাটারসন, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিশেল স্টার্ক, ক্রিস টারমাইন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

এমএইচএস/আরআইএস 

আরও পড়ুন