
বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এখন কেন উইলিয়ামসন। আজ ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নেমে জোফরা আর্চারের একটি বল স্কয়ার লেগে ঠেলে প্রথম রানটি পূর্ণ করার সঙ্গে সঙ্গে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে ছাড়িয়ে যান এই কিউই অধিনায়ক।
এবারের বিশ্বকাপে খেলা ১০ ইনিংসে ৯১.৫ গড়ে উইলিয়ামসনের এখন পর্যন্ত সংগ্রহ ৫৫৩ রান। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানে অপরাজিত থেকে এখনো ব্যাট করে যাচ্ছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপে উইলিয়ামসনের চেয়ে ৩ ম্যাচ বেশি খেলে জয়াবর্ধনে করেছিলেন ৫৪৮ রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।
অজিদের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ২০০৭ বিশ্বকাপে রিকি পন্টিংয়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ওই আসরে ৯ ইনিংসে ৬৭.৩৭ গড়ে ৫৩৯ রান করেছিলেন তিনি।
এমএইচএস