
সম্প্রতি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে সেরা একাদশ নির্বাচনের দায়িত্ব পাঠকদের হাতে তুলে দিয়েছিল ব্রিটিশ গনমাধ্যম বিবিসি। পাঠকদের দ্বারা নির্বাচিত সেই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিবিসির পাঠকদের ভোটে নির্বাচিত সেরা বিশ্বকাপ একাদশে সাকিবই একমাত্র বাংলাদেশি। এ তালিকায় ইংল্যান্ডের ক্রিকেটার আছেন ৩ জন, অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারও আছেন তিনজন করে।
এ একাদশে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার (কেন উইলিয়ামসন) থাকলেও পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। এর আগে যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে জায়গা পেয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম।
পাঠকদের এই ভোটাভুটিতে সাকিব আছেন ৫ নম্বরে। তিনি ছাড়াও এ তালিকায় অলরাউন্ডার হিসেবে আছেন স্বাগতিক দল ইংল্যান্ডের বেন স্টোকস।
এবারের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ৮৬.৫৭ গড়ে ব্যাট হাতে সাকিব করেছেন সর্বমোট ৬০৬ রান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ৫ উইকেটসহ সব মিলিয়ে শিকার করেছেন ১১ উইকেট। দল ভালো না করলেও তাই বিশ্বকাপের ম্যান অফ দ্যা টুর্নামেন্টের দৌড়ে অনেক তারকা ক্রিকেটারের তুলনায় তাই এগিয়ে আছেন বাংলাদেশের সাকিব।
এমএইচএস