• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০১:৫২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৯, ০১:৫২ এএম

ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের যত টাই

ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের যত টাই

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটের সব নাটকীয়তা ছাপিয়ে গেছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ। টস জিতে শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪১ রানের টার্গেটে ২৪১ রানে থেমে যায় স্বাগতিক ইংল্যান্ডের ইনিংস।
 
ফাইনাল ম্যাচ টাই হওয়ায় সুপার ওভারে গড়ায় খেলা। সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটাই প্রথম টাই হলেও আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ টাই হওয়ার মতো ঘটনা ঘটেছিল।
 
১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বেনসন অন্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপের অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনাল খেলাটি টাই হয়। এর দীর্ঘ একুশ বছর পর ২০০৫ সালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালও টাই হয়েছিল। রুদ্ধশ্বাস সেই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দুই চিরশত্রু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

আর সর্বশেষ ওয়ানডে আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল টাই হওয়ার পরবর্তী ঘটনা ঘটল আজ।

এমএইচএস/এসইচএস 

আরও পড়ুন