• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ১০:৩৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ১০:৩৭ এএম

বিশ্বকাপ থেকে কত প্রাইজমানি পেল বাংলাদেশ? 

বিশ্বকাপ থেকে কত প্রাইজমানি পেল বাংলাদেশ? 

বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিল আইসিসি, এবারের বিশ্বকাপে অংশ্রহণকারী দলগুলোকে ১০ মিলিয়ন ডলারের (৮৪ কোটি ৪৫ লাখ) প্রাইজমানি দেয়া হবে। 

এত বিশাল মূল্যের প্রাইজমানি থেকে কোন দল কত বাগিয়ে নিতে পারল তার হিসাব থাকছে আজ। 

চ্যাম্পিয়ন: ইংল্যান্ড। প্রাইজমানি: ৪ মিলিয়ন ডলার ( ৩৩ কোটি ৭৮ লাখ টাকা)। 

রানার্স আপ: নিউজিল্যান্ড। প্রাইজমানি: ২ মিলিয়ন ডলার (১৬ কোটি ৮৯ লাখ টাকা)। 

সেমিফাইনালিস্ট: ভারত, অস্ট্রেলিয়া। প্রাইজমানি: ৮ লাখ ডলার। ( ৬ কোটি ৭৬ লাখ টাকা)। 

অংশগ্রহণকারী বাকি ৬ দলের প্রাইজমানি: ১ লাখ ডলার করে। (৮৫ লাখ টাকা)। 

রাউন্ড রবিন লীগে ৩ ম্যাচ জিতে বাংলাদেশ পেয়েছে: ১ লাখ ২০ হাজার ডলার। (ম্যাচপ্রতি ৪০ হাজার ডলার করে, প্রায় ১ কোটি ২০ লাখ টাকা)। 

সেই হিসেবে অংশগ্রহণ প্রাইজমানি ও ম্যাচ জয়ের প্রাইজমানি মিলিয়ে বাংলাদেশ দল পেয়েছে প্রায় ২ কোটি ৫ লাখ টাকা। 

অন্যদিকে, সব ম্যাচ হেরে শুধু অংশগ্রহণের জন্য সর্বনিম্ন ১ লাখ ডলার প্রাইজমানি পেয়েছে আফগানিস্তান। 

এমএইচএস 

আরও পড়ুন