
পুরো ক্রিকেট বিশ্বকাপজুড়েই ক্রিকেট তারকাদের অনবদ্য পারফরম্যান্সে মুখরিত ছিল বিশ্বমঞ্চ। তবে পারফরম্যান্সের বিচারে না হোক, নিজেদের 'হট' লুক দিয়ে তরুণীদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন অনেক ক্রিকেটার।
সম্প্রতি ইয়াহু ক্রিকেট এমন ১১ ক্রিকেটার নিয়ে তৈরি করেছে 'হটেস্ট ওয়ার্ল্ড কাপ' ইলেভেন। মজার ব্যাপার হলো, রশিদ খানের মতো কিছু খেলোয়াড় 'ফ্লপ' বিশ্বকাপ কাটিয়েও 'হট' বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন।
ইয়াহুর সেই একাদশে সুদর্শন চেহারা নিয়ে প্রাধান্য বিস্তার করেছেন এবারের বিশ্বকাপের সেরা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের তিনজন করে ক্রিকেটার। তালিকায় ভারতের ক্রিকেটার আছেন দুই জন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের আছে একজন ক্রিকেটার।
এমএইচএস