
কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবারের বিশ্বকাপে তার পছন্দের সেরা একাদশ বাছাই করেছেন। শচীনের সেই একাদশে তার নিজ দেশ ভারতের ক্রিকেটার আছেন ৫ জন!
'লিটল মাস্টার' তার বিশ্বকাপ একাদশকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন এবারের কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কাঁধে। বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেলেও শচীনের একাদশে জায়গা করে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এছাড়া এবারের ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকেও সেরা বিশ্বকাপ একাদশে রেখেছেন শচীন। নিজের বিশ্বকাপ একাদশে যে ৫ ভারতীয়কে রেখেছেন শচীন, তার মধ্যে মাত্র দু'জন ছিলেন আইসিসির আনুষ্ঠানিক বিশ্বকাপ একাদশে।
এছাড়াও নিজের পছন্দের বিশ্বকাপ একাদশে ৪ জন অলরাউন্ডার রেখেছেন শচীন! অন্যদিকে ফাস্ট বোলার আছেন ৩ জন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে শচীনের বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।
এমএইচএস