সকাল থেকেই সকলের চোখ মালেয়শিয়া কুয়ালালামপুরের এশিয়ান ফুটবল কনফেডারেশন হাউসের দিকে। কেননা সেখানেই আজ বুধবার (১৭ জুলাই) হয়ে গেল আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের ড্র। মোট ৮ পট থেকে ৪০টি দল ভাগ হয়ে গেছে মোট ৮ গ্রুপে। যেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ ই'তে। আর প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আফগানিস্তান, ভারত, ওমান ও স্বাগতিক কাতারকে।
মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে শুরু হয় বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র। প্রাথমিক বাছাইপর্ব খেলে দ্বিতীয় রাউন্ডে ওঠা গুয়াম, নেপাল, কম্বোডিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাকে দিয়ে শুরু হয় ড্র অনুষ্ঠান।
বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বে ৮ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৮ দল ও ৪ সেরা রানার্স-আপ দল নিশ্চিত করবে তৃতীয় পর্ব। একই সঙ্গে ২০২৩ সালের এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করবে এই ১২ দল।
উল্লেখ্য, লাওসকে হারিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ ফুটবল দল।
এসএইচএস/আরআইএস