• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৬:১৩ পিএম

পাকিস্তান ক্রিকেটে ভাঙন, ইনজামামের পদত্যাগ 

পাকিস্তান ক্রিকেটে ভাঙন, ইনজামামের পদত্যাগ 
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইনজামাম উল হক। ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দলটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এ মাসের শেষ দিকেই পিসিবির সঙ্গে ইনজামামের চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ ইনজামাম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি পিসিবির সঙ্গে আর চুক্তি বাড়াতে আগ্রহী নন। নির্বাচক হিসেবে ৩ বছর পাকিস্তান ক্রিকেট দলে কাজ করার পর পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইনজি।  

গণমাধ্যমকে মুলতানের সাবেক এই সুলতান বলেন, 'সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আগামী বছরের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে আমার মনে হয়, পিসিবির জন্য নতুন প্রধান নির্বাচক খোঁজার এখনই সঠিক সময়, যে কিনা নতুন নতুন ভাবনা নিয়ে আসতে পারে।' 

পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট ও ৩৭৮ ওয়ানডে খেলা ইনজামাম আরও বলেন, '২০১৭ সালের মে মাসে মিসবাহ উল হক ও ইউনুস খানের মতো স্তম্ভরা দল থেকে বিদায় নেয়ার পর পাকিস্তান ক্রিকেট অনেক দূর এগিয়েছে। এখন তারা আরও ভালো ফলাফলের জন্য তৈরি। দলের তরুণ তারকারাও ইতোমধ্যেই বেশ অভিজ্ঞতার সঞ্চয় করেছে। তিন ফরম্যাটেই এখন তারা নিজেদের মেলে ধরার ও পারফর্ম করার জন্য প্রস্তুত।' 

তড়িঘড়ি করে আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ২০১৬ সালের আগস্টে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন ইনজামাম উল হক। তিন বছরের নির্বাচক অধ্যায়ে ইনজামামের হাত ধরে পাকিস্তান দলে এসেছেন ফখর জামান, হাসান আলী, শাদাব খান, ইমাম উল হক, ফাহিম আশরাফ ও শাহীন আফ্রিদির মতো তরুণ ক্রিকেটাররা। এই সময়ের মধ্যে পাকিস্তান জেতে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি। এর মাস ছয়েক পরে টি-২০ র‍্যাংকিংয়েও ১ নম্বরে উঠে আসে পাকিস্তান, যে স্থানটি তারা এখনো ধরে রেখেছে। 

এমএইচএস