
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ - বিপিএলে খুলনা টাইটানসের হয়ে মাঠে নামবেন বিধ্বংসী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসন। নিজেই ভক্তদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এই খবর নিশ্চিত করেছেন ওয়াটসন।
এ বছরের ডিসেম্বরে বিপিএলের আসর বসার কথা রয়েছে। এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাবেক অজি ওপেনিং ব্যাটসম্যান শেন ওয়াটসন। তবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগগুলোতে খেলে যাবেন তিনি।
ভিডিও বার্তায় এবারের বিপিএলে খুলনা টাইটানসে খেলার খবর দিয়ে ওয়াটসন বলেন, 'কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়ে এবার অসাধারণ স্কোয়াড গড়তে যাচ্ছে খুলনা। আশা করি এবার আমরা বিপিএল টাইটেল জিতব।'
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছিলেন ওয়াটসন। ১৭ ম্যাচ খেলে ১২৮ স্ট্রাইক রেটে করেন ৩৯৮ রান। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলেছিলেন ৫৩ বলে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস।
এমএইচএস