
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বোন আনাম মির্জা ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের ছেলে আসাদের প্রেম কাহিনী এখন অনেকেরই জানা। তবে নতুন খবর হচ্ছে, এবার তারা দুজন গাঁটছড়া বাধতে যাচ্ছেন।
এ বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আনাম ও আসাদ। আসাদের জন্মদিনটা দুজন মিলে দুবাইয়ের সমুদ্র সৈকতে উদযাপন করেছেন তারা। এর একটি ছবি শেয়ার করে আনামকে উদ্দেশ্য করে আসাদ লেখেন, 'আমার জীবনের সবচেয়ে অসাধারণ মানুষ'।
সানিয়ার বোন আনাম মির্জা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।। ২০১৬ সালে হায়দ্রাবাদের ধনকুবের আকবর রশিদের সঙ্গে বিয়ে হয়েছিল আনামের। দেড় বছর পর বিবাহ-বিচ্ছেদ ঘটে তাদের। পরে নিজের ফ্যাশন ব্র্যান্ড 'লেবেল বাজার' নিয়ে ব্যস্ত হয়ে যান তিনি।
অন্যদিকে আসাদের কর্মজীবন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা আছে, “cricketer, lawyer, traveller”.
এমএইচএস