
দারুণ একটা বিশ্বকাপ কাটিয়ে এই মুহূর্তে পরিবার নিয়ে ইউরোপ ভ্রমণে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পবিত্র হজ পালন করার জন্য আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। তার আগে ইউরোপ সফরটা ভালোই কাটছে সাকিব-শিশির ও তাদের একমাত্র কন্যা আলায়নার।
সাকিব ও শিশির নিয়মিত তাদের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে ইতালি ও সুইজারল্যান্ড ভ্রমণের ছবি পোস্ট করে যাচ্ছেন। মেয়ে আলায়নাকে দেখেও মনে হচ্ছে, বাবার দীর্ঘ ব্যস্ততার পর একটু ঘোরার সুযোগ পেয়ে সেও বেশ খুশি।
সাকিবের ইউরোপ ভ্রমণের কিছু ছবি তুলে ধরা হলো দৈনিক জাগরণের পাঠকদের উদ্দেশ্যে -
এমএইচএস