
আগামী ২০৩০ সালে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপ শতবছরে পা দেবে । ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থা ফিফা তাই বেশ বড় আঙ্গিকে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
সবশেষ তথ্য অনুসারে, ২০৩০ বিশ্বকাপ মোট চারটি দেশ যৌথভাবে আয়োজন করতে ইচ্ছুক। আর দেশ চারটি হলো উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আসর বসেছিল উরুগুয়েতে। প্রথম আসরের চ্যাম্পিয়নও হয়েছিল তারা। ২০১৭ সালেই তাই ২০৩০ বিশ্বকাপ আয়োজনের উদ্দেশে ফিফার কাছে আবেদন করে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।
এরপর সেই টুর্নামেন্টে রানার্স-আপ হওয়া আর্জেন্টিনাও ইচ্ছা প্রকাশ করে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের। যেই তালিকায় পরে যোগ দেয় চিলি ও প্যারাগুয়েও।
এদিকে এই চার দেশ একাট্টা হয়েছে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের। গতকাল বুধবার (১৭ জুলাই) আর্জেন্টিনার সান্তা ফেতে প্যারাগুয়ের রাষ্ট্রপতি মারিও আবদো, চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রি ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস আনুষ্ঠানিকভাবে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এসএইচএস